জামিন পেলেন অধিকারের আদিলুর-নাসির
মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আইনজীবী আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. এমদাদুল হক আজাদের একক বেঞ্চ জামিন আবেদন মঞ্জুর করেন।
গত ১৪ সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালত তাদের ২ বছরের কারাদণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
পরে গত ২৫ সেপ্টেম্বর আইনজীবীদের মাধ্যমে আদিলুর ও নাসির হাইকোর্টে আপিল আবেদন জমা দেন।
আদিলুর রহমান খান ও এএসএম নাসিরুদ্দিন এলানকে ২০১৪ সালের ৬ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশি পদক্ষেপের বিষয়ে বিকৃত তথ্য ও বিকৃত ছবি প্রচার করার অভিযোগে আইসিটি মামলায় (বর্তমানে সাইবার নিরাপত্তা আইন) আসামি করা হয়।
প্রতিবাদ সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও অতিরিক্ত বলপ্রয়োগের বিষয়ে অধিকার বাংলাদেশে একটি তথ্য-অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করার পর ২০১৩ সালের ১০ আগস্ট বিশিষ্ট মানবাধিকারকর্মী আদিলুর রহমান খানকে আটক করা হয়।
পুলিশ তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬-এর অধীনে মামলা দায়ের করে। পরে ২০১৮ সালে সেটিকে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে প্রতিস্থাপিত করে। আলিনুর ৬২ দিন পুলিশ হেফাজতে ছিলেন; পরে আটক করা এলান ২৫ দিন পুলিশ হেফাজতে ছিলেন।