আদালত অবমাননা: সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সকালে সাজা, বিকেলে রায় স্থগিত
আদালত অবমাননার দায়ে কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে সোহেল রানার লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম কয়েক ঘণ্টা আগে জারি করা হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
একই সঙ্গে আবেদনটি ২০ নভেম্বর শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে পাঠানো হয়। ততদিন পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে।
এর আগে বৃহস্পতিবার সকালে একটি মামলার কার্যক্রম স্থগিত করার আদেশ অমান্য করায় সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিলেও সাজা জারির তিন ঘণ্টার মধ্যে তাকে জামিন দেন হাইকোর্ট।
বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
রায়ের পর সোহেল রানাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
আদালত অবমাননার বিষয়ে শাহ মঞ্জুরুল হক সাংবাদিকদের বলেন, 'হাইকোর্ট ফৌজদারি মামলায় কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন। পরে এই আদেশের অনুলিপি কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানার কাছে যায়। তিনি হাইকোর্টের আদেশ অমান্য করেন এবং বিচার কার্যক্রম অব্যাহত রাখেন।'
তিনি বলেন, আদালতের আদেশ অমান্য করায় সোহেল রানা আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেও আদালত তা গ্রহণ করেননি।
বর্তমানে সোহেল রানা অতিরিক্ত জেলা জজ হিসেবে আইন মন্ত্রণালয়ে যুক্ত আছেন।
পরে দুপুর ২টার দিকে সোহেল রানা হাইকোর্ট বেঞ্চের সামনে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করার শর্তে তাকে জামিন দেন আদালত।