স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৮ অক্টোবর রাস্তা বন্ধ নিয়ে আলোচনা হয়নি: মার্কিন দূতাবাস
ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে আগামী ২৮ অক্টোবর ঢাকার রাস্তাঘাট বন্ধ করা-সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা হয়নি।
রোববার (২২ অক্টোবর) রাতে জারি করা এক বিবৃতিতে এ কথা বলেছে মার্কিন দূতাবাস।
মার্কিন দূতাবাসের মুখপাত্রের পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে, 'আজ, ২২ অক্টোবর, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠকে ২৮ অক্টোবর ঢাকায় রাস্তা বন্ধের বিষয়ে আলোচনা হয়নি। রাষ্ট্রদূত হাস শান্তিপূর্ণ সমাবেশ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় বাধাহীনভাবে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন।'
এর আগে রোববার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাত করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সাক্ষাৎ শেষে পিটার হাসের সঙ্গে আলোচনার বিষয় তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, 'পিটার হাস বলেছেন, ২৮ অক্টোবর বিএনপি রাজধানীতে অনেক লোক জড়ো করবে। এ সময় সরকার রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না? এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শান্তিপূর্ণভাবে কোনো রাজনৈতিক দল সমাবেশ শেষ করলে তাদেরকে কোনো কিছু বলার নেই।'
উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।