এনডিবি থেকে ঋণ পেতে জাতীয় সংসদে বিল উপস্থাপন
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) থেকে ঋণ পেতে সোমবার (২৩ অক্টোবর) জাতীয় সংসদে 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল ২০২৩' উপস্থাপন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
এনডিবি (পূর্বতন ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক) বাংলাদেশকে ঋণ দিতে সম্মত হওয়ায় সংসদে এ প্রস্তাব তোলা হয়। ডলারের পাশপাশি আরও কয়েকটি মুদ্রায় এই ঋণ পাওয়া যাবে বলে জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, "নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যারা সদস্য হবে, তারা এ ব্যাংক থেকে ঋণ নিতে পারবে। আমাদের প্রস্তাব অনুযায়ী তারা বাংলাদেশকে ঋণ দেওয়ার জন্য প্রস্তুত। এই আইনটা করার পরই আমরা সদস্য হবো এবং সদস্য হওয়ার পরেই ঋণটা নিতে পারবো।"
"এ ব্যাংক থেকে যে ঋণ দেওয়া হবে, তা শুধু ডলারে দেওয়া হবে না– ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, ইউরো, রুবল, ইউয়ান যেকোনো কারেন্সিতে ঋণ দিতে পারবে এই ব্যাংক। সেজন্য আমার মনে হয়, এটি বিশ্বব্যাংকের থেকেও অত্যাধুনিক একটি ব্যাংক হতে হচ্ছে," বলেন মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, "এটি একটিবহুজাতিক ব্যাংক, সেজন্যই আইনটি অত্যন্ত প্রয়োজন, যেন ব্যাংকটির নতুন যাত্রার সঙ্গেই আমরা যুক্ত হতে পারি এবং সুবিধাগুলো যেন আমরা পাই। সুবিধা পাওয়ার রাস্তাটিও পরিষ্কার হয়ে গেছে।"
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে আইনমন্ত্রী বিলটি তোলেন। পরে বিলটি পরীক্ষা করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
ব্রিকসভুক্ত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক।
আইনমন্ত্রী জানান, প্রস্তাবিত এই আইন এনডিবির অর্থায়ন করা প্রকল্পগুলোতে কিছু কর মওকুফ সুবিধা দেবে।
এর আগে ২০২১ সালে, বাংলাদেশ এনডিবির সদস্য হয়।
এ বছরের মার্চে এনডিবি কর্মকর্তারা জানান, তারা বার্ষিক ১ বিলিয়ন ডলার ঋণ দিতে আগ্রহী।