সমাবেশে আহত ১৩০ জনকে চিকিৎসা, ৩৩ জনকে ঢামেকে ভর্তি: পরিচালক
রাজধানীতে শনিবারের (২৮ অক্টোবর) সমাবেশে আহত অন্তত ১৩০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া ৩৩ জনকে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছে।
সন্ধ্যায় হাসপাতাল চত্বরে এক সংবাদ সম্মেলনে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, নিহতদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়ে মারা গেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, 'আরও একজন রোগীকে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়েছে। এখন শঙ্কামুক্ত হলেও যেকোনো সময় তার স্বাস্থ্যের অবস্থা পরিবর্তন হতে পারে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পর পরিস্থিতি জানা যাবে।'
ঢামেক পরিচালক আরও জানান, জাহিদ নামক এক পুলিশ সদস্য, ও একজন আনসার কর্মকর্তাকেও সন্ধ্যায় হাসপাতালে আনা হয়।