তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না: জামায়াত
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান শনিবার (২৮ অক্টোবর) বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় নির্বাচন হতে দেবে না দলটি।
ঢাকার মতিঝিলের আরামবাগে জামায়াতে ইসলামীর সমাবেশে তিনি বলেন, 'জীবন দিয়ে হলেও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।'
ঢাকার বায়তুল মোকাররম এলাকায় ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের কথা উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, 'আমরা সেই ২৮ অক্টোবরের প্রতিশোধ নিতে চাই। আওয়ামী লীগের লোকেরা সেদিন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল।
'তবে হত্যার বদলে হত্যা নয়, আমরা কোরআন ও সুন্নাহর আইন চালু করে প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। আমাদের কোনো শহীদ ভাইয়ের এক ফোঁটা রক্তও বৃথা যেতে দেব না।'
দলের আমীর শফিকুর রহমান, সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, রফিকুল ইসলাম খান, মতিউর রহমান আকন্দসহ কারাবন্দি নেতাদের মুক্তি দাবি করেন ভারপ্রাপ্ত আমীর মুজিবুর রহমান।
এ সমাবেশে যাওয়ার পথে আটক জামায়াত নেতাকর্মীদের মুক্তিরও দাবি জানান তিনি।
জামায়াতের নেতাকর্মীরা সকাল থেকেই আরামবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন। মতিঝিলের আরামবাগ ও শাপলা চত্বরে কয়েকশ পুলিশ ব্যারিকেড দেয়।
সকাল সাড়ে ১১টার দিকে জামায়াত চারটি পিকআপ ভ্যান এনে আরামবাগ মোড়ে তাদের সমাবেশের জন্য মঞ্চ তৈরি করে। দুপুর দেড়টার দিকে ফকিরাপুল ও আরামবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রায় এক হাজার জামায়াত কর্মী শাপলা চত্বরে প্রবেশ করেন।
জামায়াতের ভারপ্রাপ্ত আমীর দুপুর ২টায় দলীয় নেতাকর্মীদের কর্মসূচি শুরুর নির্দেশ দেন।
এর আগে গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ২০ শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ ও বিএনপিকে যথাক্রমে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ও নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়।
তবে একই দিনে শাপলা চত্বরে জামায়াত তাদের নির্ধারিত সমাবেশের জন্য ডিএমপি থেকে অনুমোদন পায়নি।