হরতালের সমর্থনে জামায়াতের মিছিল
রবিবারের (২৯ অক্টোবর) কেন্দ্র ঘোষিত সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীজুড়ে মিছিল করেছে জামায়াতে ইসলামী। এছাড়া চট্টগ্রাম মহানগরী ও কুমিল্লাতেও দলটির মিছিলের খবর পাওয়া গেছে।
কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান সহ নেতৃবৃন্দের মুক্তি, ঢাকায় মহাসমাবেশে অনুমতি না দেয়া, বাধাদান এবং পথে পথে প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে হরতালের ডাক দিয়েছে জামায়াত।
সকালেই গুলশানে মিছিল এবং পিকেটিং করে দলটি। এতে নেতৃত্ব দেন যথাক্রমে বনানী থানার আমীর আবু ফয়সল খান, গুলশান পূর্ব থানা আমীর মাহমুদুর রহমান আজাদ, গুলশান পূর্ব থানা আমীর আবু জুনাইদ।
রাজধানীর মোহাম্মদপুর ও উত্তর খানেও হরতালের সমর্থনে জামায়াতের মিছিল বের হয়। এছাড়া রূপনগর, পল্লব, উত্তরা, তুরাগ, বিমানবন্দর হরতালের সমর্থনে জামায়াতের পিকেটিং ও মিছিল হয়েছে।
হরতালের সমর্থনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারী শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে সবুজবাগ থানায় পিকেটিং, মিছিল ও সমাবেশ করা হয়েছে।
হরতালের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যমপুর থানার বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।