যাত্রাবাড়ি-মিরপুরে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা
বিএনপি ও জামায়াতের ডাকা হরতালের মধ্যে যাত্রাবাড়ি ও মিরপুরে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রবিবার সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ি পুলিশ বক্সের সামনে ৮-১০ জন পুলিশ সদস্য প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছেন, পাশেই রয়েছে একটি সাঁজোয়া যান। পুলিশের ৫০ মিটার দূরেই আওয়ামী লীগের মহানগর দক্ষিনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তাদের অনেকের হাতে লাঠি দেখা গেছে। তারা আওয়ামী লীগের উন্নয়নের পক্ষে ও বিএনপি জানায়াতকে নিয়ে নানা স্লোগান দিচ্ছেন।
এদিকে গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। পাঠাও বা সিএনজিতে করে অফিস যাচ্ছে অনেক মানুষ।
মাতুয়াইলে পুলিশের টহল দেখা গেছে। হরতাল সমর্থনে কোনো মিছিল কিংবা পিকেটিং দেখা যায়নি।
মিরপুর ১০ নাম্বারেও আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। হরতাল বিরোধী শ্লোগান দিচ্ছেন তারা।
সেখানে হরতালের সমর্থনে কোন দলকে দেখা যায়নি। মিরপুরেও স্বাভাবিকের তুলনায় যানবাহন কম।