৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে টনপ্রতি ৮০০ ডলার মূল্যসীমা বেধে দিল ভারত
এবছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিটন পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম ৮০০ ডলার মূল্যসীমা বেধে দিয়েছে ভারত। গত শনিবার দেশটির সরকার জানায়, স্থানীয় বাজারে পর্যাপ্ত যোগান নিশ্চিত করে দাম নিয়ন্ত্রণে রাখতেই এ সিদ্ধান্ত।
ভারত সরকারের বিবৃতিতে বলা হয়, 'এবছরের রবি মৌসুমের পেঁয়াজ ফসলের স্থানীয় মজুত হ্রাস পাচ্ছে, এই অবস্থায় স্থানীয় ভোক্তাদের জন্য যথেষ্ট সরবরাহ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হলো।'
একইসঙ্গে ভারত সরকার নিরাপত্তা মজুতের জন্য আরও ২ লাখ টন পেঁয়াজ কেনার ঘোষণা দিয়েছে। এরমধ্যেই পাঁচ লাখ টন পেঁয়াজ কেনা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে গত আগস্টে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করে। তখনও স্থানীয় বাজারের যোগানকেই প্রধান কারণ হিসেবে বলা হয়।