দ্বিতীয় দিনেও সরব জামায়াত
বিএনপি ও অন্যান্য বিরোধী দলের ডাকা অবরোধের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। সদরঘাট নৌ টার্মিনাল ও উত্তরা-মহাখালী রেলপথ অবরোধও করে দলটি।
অবরোধের দ্বিতীয় দিনেও সরব রয়েছে জামায়াত। বুধবার (১ নভেম্বর) অবরোধের সমর্থনে মিরপুর, পল্লবী, কাফরুল, গুলশান ও বিমানবন্দর এলাকায় দলটি মিছিল করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান বলেন, গণবিরোধী ও বিনাভোটের সরকারের বিরুদ্ধে বীরজনতা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে। সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের গণদাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কোন ভাবেই রাজপথ ছাড়বে না।