চট্টগ্রামে লরিতে ককটেল নিক্ষেপ, চালক আহত
বিএনপি-জামায়াতের তিনদিনের দেশব্যাপী অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় একটি চলন্ত লরিতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটা এ হামলায় লরির চালক আহত হন।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ফয়ার ফাইটার শাখাওয়াত হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ককটেলের আগুনে লরিটির সামনের অংশ পুড়ে যায়।'
আহত চালক মোহাম্মদ ইসমাইলকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আরোহী দুই ব্যক্তি লরিতে ককটেল ছুঁড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
লরিটির মালিক সীতাকুণ্ডের স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ টিবিএসকে বলেন, 'যেহেতু গাড়ি পুড়ে গেছে, আমরা ধারণা করছি গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। আমরা বোমা নিক্ষেপকারীদের শনাক্তের চেষ্টা করছি।'