ঢাকা ও আশেপাশের জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ থেকে আবারও বিএনপি ও জামায়াতের ডাকা দুইদিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
ঢাকা ও আশেপাশের জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
"এছাড়াও স্ট্যান্ডবাই রয়েছে আরও ১০ প্লাটুন", বলেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম।
আজ রোববার (৫ নভেম্বর) থেকে আবারও বিএনপি ও জামায়াতের ডাকা দুইদিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। অবরোধের প্রথম দিনে রাজধানীতে গণপরিবহন কম চলতে দেখা গেছে। তবে এদিন সকালে রাস্তায় ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার চলাচল বেড়েছে।