ইসি সচিব ছাড়া আর কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না: নির্বাচন কমিশন
এখন থেকে কেবল নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন; কমিশনের অন্য কোনো সদস্য তা করতে পারবেন না।
রোববার (৫ নভেম্বর) এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করেছে নির্বাচন কমিশন।
এ আদেশের পর নির্বাচন কমিশনারদের পাশাপাশি ইসি কর্মকর্তারাও কোনো বক্তব্য দেওয়া থেকে বিরত থাকছেন।
ইসি'র অফিস আদেশের একটি অনুলিপি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর হাতে এসেছে। সেখানে ইসি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে কমিশনের পক্ষে গণমাধ্যমকে ব্রিফ করার জন্য সরকারি মুখপাত্র হিসাবে মনোনীত করেছে।
অফিস আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সমস্ত মন্ত্রণালয় বা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রধান, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
এর আগে একাদশ জাতীয় নির্বাচনের আগেও একই ধরনের অফিস আদেশ জারি করেছিল কমিশন।