বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু
আজ থেকে আবারও ৪৮ ঘণ্টার জন্য বিএনপি ও এর সমমনা বিরোধী দলগুলোর ডাকা সমাবেশ শুরু হয়েছে, চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবি নিয়ে সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে পিকেটিং করছে দলটি।
সংশ্লিষ্ট সূত্র বলছে, শুক্র ও শনিবার বিরতি দেওয়ার পর রোববার থেকে আবারও হরতাল বা অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে।
এদিকে, জামায়াতে ইসলামীও পৃথকভাবে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু করেছে। ইতোমধ্যেই ঢাকার বিভিন্ন অংশের সড়ক অবরোধ করা শুরু করেছে ঢাকা মহানগরী উত্তর ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত।
৩য় দফা অবরোধে চলছে বিএনপির পিকেটিং
অবরোধের প্রথম দিনে আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পিকেটিং ও সড়ক অবরোধ করা হয়।
সকাল সাড়ে সাতটায় উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং করেন।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন,মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক, দক্ষিণখান থানা বিএনপির সভাপতি আবদুল মোতালেব, বিএনপি নেতা জাহিদ মাস্টারসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রাজধানীর গোপীবাগে অবরোধ সমর্থনে ছাত্রদলের মিছিল
এদিকে, রাজধানীর গোপীবাগ রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ ও পিকেটিং করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার অবরোধের প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়ালের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা রেলপথ অবরোধ ও পিকেটিং করে।
রেলপথ অবরোধ ও পিকেটিংয়ের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. আউয়াল বলেন, "দেশনায়ক তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, যদি আপনি বা আপনারা রাজপথে মিছিল-পিকেটিং এ অংশ নিতে না পারেন তাহলে প্রয়োজনে বাড়িতে অবস্থান নিন। যাত্রী না হলে যাত্রীবিহীন যানবাহন রাস্তায় চলবে না। এটাই হোক আপনার প্রতিবাদ।"
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মহিউদ্দিন মাহি, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, মহানগর ছাত্রদল নেতা খন্দকার আমান, মিরাজ হোসেন, সিয়াম, আশরাফুল আসাদ, বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের মো. আবু সালেহ হিরোন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পাদক জুম্মান প্রধান-সহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ।
রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের অবরোধ
"সরকারের পদত্যাগ ও কেয়াটেকারের সরকারের দাবিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে ঐক্যবদ্ধ হয়েছে," দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই তারা ঘরে ফিরে যাবেন না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান। সকালে মিরপুর এলাকায় অবরোধের সমর্থনে মিছিলে তিনি এসব কথা বলেন বলেন।
এদিকে, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লার নেতৃত্বে আজ সকালে বাড্ডা-রামপুরা অঞ্চলের বাড্ডা এলাকায় শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসুচি পালন করা হয়।
এ অবরোধ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শূরা সদস্য ও বাড্ডা উত্তর থানা আমীর মাওলানা কুতুবউদ্দিন ও বাড্ডা পশ্চিম থানা আমীর আব্দুস সবুর ফরহাদ প্রমুখ।
অন্যদিকে, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারী ডা: মো: ফখরুদ্দিন মানিকের নেতৃত্বে আগারগাঁওয়ে সড়কপথ অবরোধ করে জামায়াতের কর্মীরা। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে এসে ৩ নেতাকর্মীকে আটক করে। যদিও, এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।
এছাড়া, ঢাকা মহানগরী উত্তরের পল্লবী অঞ্চলের উদ্যোগে মিরপুর ১১তে অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেছে জামায়াতের কর্মীরা।
জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত অবরোধে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য সাইফুল কাদের, আবু হানিফ, আশরাফুল আলম প্রমুখ।
রাজধানীর যাত্রাবাড়িতে সড়ক অবরোধ করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইনের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মাওলানা সাদেক বিল্লাহ, বোরহান উদ্দিন, রাশেদ মাহমুদ, মতিউর রহমান, মহিউদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে, রাজধানীর ডেমরায়ও মহাসড়ক অবরোধ করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, মির্জা হেলালসহ, মাও মিজানুর রহমান, মাও দেলোয়ার ও অন্যান্য নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও সবুজবাগ-মুগদা জোনের পরিচালক শামসুর রহমান এর নেতৃত্বে সড়ক অবরোধ করা হয় বাসাবো এলাকাতেও।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু নাবিল, আব্দুল্লাহ আল আমিন, মতিউর রহমান, এডভোকেট রিয়াজ উদ্দিন, মোঃ শাহজাহান, আসিফ আদনান, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরীর পূর্ব শাখার এইচআরডি ও পাঠাগার সম্পাদক তাজুল ইসলাম ফয়সাল, বিজ্ঞান সম্পাদক হাসিব আহমেদ সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের নেতৃত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরনবী মানিকের তত্ত্ববধানে ধানমন্ডিতে সড়ক অবরোধ করা হয়।