সুন্দরবনের নদীতে ১৬টি ভোল মাছ পেলেন চার জেলে, দাম উঠল লাখের বেশি
সুন্দরবনের নদীতে ১৬টি ভোল মাছ পেয়েছেন চার জেলে। মাছগুলো বিক্রি হয়েছে এক লাখ পাঁচ হাজার টাকায়। বুধবার (৮ নভেম্বর) সকালে সুন্দরবন থেকে মাছশিকার শেষে সাতক্ষীরা উপকূলে ফেরেন এ জেলেরা।
গত ২ নভেম্বর বন বিভাগ থেকে অনুমতি নিয়ে সুন্দরবনের নদীতে মাছ ধরতে যান শফিকুল ইসলাম, রফিকুল বৈদ্য, হায়াত আলী গাজী ও জয়নাল মালী।
সোরা গ্রামের সাইফুল ইসলাম জানান, সুন্দরবনের দোবেকী এলাকার আড়পাঙ্গাসিয়া নদীতে মাছগুলো ধরা পড়ে। পরে সাতক্ষীরা উপকূলের গাবুরার সোনার মোড় মাছের আড়তের এক ব্যবসায়ী মাছগুলো এক লাখ পাঁচ হাজার টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী বক্কার সরদার বলেন, মাছ কেটে এর পটকা (মাছের পেটের বায়ুকোষ) সংরক্ষণ করি। এগুলো খুলনার ব্যবসায়ীরা কেনেন। এরপর চট্টগ্রামের ব্যবসায়ীদের হয়ে সেগুলো চলে যায় বার্মায়।
তিনি জানান, 'প্রতি কেজি পটকার দাম চার লাখ টাকা। মাছের আকার ও ওজন অনুযায়ী পটকা ছোট-বড় হয়ে থাকে। মাছটি খেতে সুস্বাদু নয়। তবে পটকা মূল্যবান।'
সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান বলেন, 'এ মাছের নাম জাভা ভোল বা সোনা ভোল। এর বিভিন্ন প্রজাতি রয়েছে। মাছটির ঔষধি গুণ থাকায় মূল্য বেশি। এটির দেহের প্রায় প্রতিটি অংশ দিয়ে ঔষধ তৈরি হয়।'