গাজীপুরে সংঘর্ষে আহত আরেক পোশাক শ্রমিকের মৃত্যু
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত আরেক পোশাকের মৃত্যু হয়েছে।
আহত পোশাক শ্রমিক মো. জামাল উদ্দিন (৪০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১১ নভেম্বর) রাতে মারা যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
এর আগে, গত বুধবার (৮ নভেম্বর) গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় ইসলাম গ্রুপের তিন কারখানার শ্রমিকরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হন।
আহত শ্রমিকদের মধ্যে ওইদিনই আঞ্জুয়ারা খাতুন (৩০) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়। তিনি কোনাবাড়ীর ইসলাম গার্মেন্টসে সেলাই মেশিন অপারেটর পদে কাজ করতেন।
এদিন গুরুতর আহত আরেক শ্রমিক মো. জামাল উদ্দিনকেও ঢামেকে ভর্তি করা হয়। প্রায় চারদিন চিকিৎসাধীন অবস্থায় কার পর গতকাল রাতে তিনি মারা যান।