যাত্রীর ছবি তুলে রাখা, স্টপেজ ছাড়া বাস না থামানো: ডিএমপি কমিশনারের ১০ নির্দেশনা
পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য ১০টি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১২ নভেম্বর) জারি করা এই গাইডলাইনের মধ্যে বাসচালক ও সহকারীদের স্টপেজ থেকে ওঠা যাত্রীদের ছবি তুলে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি এই দিক-নির্দেশনা দেন। এতে বলা হয়েছে যে, নির্দিষ্ট স্টপেজ এর আগে যাত্রী নামানো যাবে না; বাসের কন্ডাক্টর বা হেলপার যাত্রীদের সতর্ক করবে; রাতের বেলায় আলাদা আলাদা করে বাস রেখে, উন্মুক্ত স্থানে একসাথে কয়েকটি বাস রাখতে হবে এবং সেখানে নিজস্বভাবে নিরাপত্তার উদ্যোগ নিতে হবে।
অন্যান্য নির্দেশনার মধ্যে আছে– একইসঙ্গে চালক ও হেলপার খাবার বা বিশ্রামের জন্য বিরতি নিতে পারবেন না; অগ্নিসংযোগকারী বা নাশকতাকারীর তথ্য প্রদান করলে পুরস্কৃত করা হবে; হেলপার বা কনডাক্টর ছাড়া চালক একা গাড়ি চালাতে পারবেন না; রাতের বেলায় গাড়ির ভেতর ঘুমানো যাবে না; অন্তত একজনকে পাহারায় থাকতে হবে।
বাসের দুটি দরজা থাকলে, পেছনের দরজা (চলন্ত অবস্থায়) বন্ধ রাখতে হবে, এবং গাড়ির মালিককে চালক ও হেলপারকে সতর্কতামূলক নির্দেশনা দিতে হবে। এ ছাড়া, যাত্রীদের জন্য বাসে সতর্কতামূলক স্টিকার লাগাতে হবে।