আব্দুল্লাহপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টাকারী ছাত্রদল নেতা আটক
রাজধানীর উত্তরায় একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করার সময় ছাত্রদলের এক নেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এমরান খান জানান, সোমবার (১৩ নভেম্বর) উত্তরার আবদুল্লাহপুর থেকে মামুন মজুমদার (৩৫) নামে এক ব্যক্তিকে বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে আটক করে র্যাব-১।
র্যাব জানিয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মামুন।
র্যাবের পুলিশ সুপার জাহিদুর রহমান বলেন, "আব্দুল্লাহপুর থেকে মিরপুরগামী প্রজাপতি পরিবহনের একটি বাসে দু'জন ওঠে আগুন দেওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাদের মধ্য থেকে একজনকে আটক করে র্যাব।
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর চতুর্থ দফা অবরোধের প্রথম দিনে সারাদেশে অন্তত পাঁচটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ঢাকা মহানগরী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও বরিশালে মোট নয়টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এরপর ভোর ৬টা থেকে অবরোধ শুরু হওয়ার পর আরও পাঁচটি বাসে আগুন দেওয়া হয়।