সময় সীমাবদ্ধতার কারণে সংলাপ সম্ভব নয়: ডোনাল্ড লু’র চিঠির জবাব দিলো আ.লীগ
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু'র চিঠির জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, সময়ের সীমাবদ্ধতার কারণে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসা বর্তমানে সম্ভব নয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে শুক্রবার (১৭ নভেম্বর) মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অভ মিশন আর্টুরো হাইন্সের কাছে চিঠিটি হস্তান্তর করেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত।
এর আগে ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্র তিনটি প্রধান দল আওয়ামী লীগ, বিএনপি, এবং জাতীয় পার্টির মধ্যে 'পূর্বশর্ত ছাড়াই সংলাপের' আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছিল।
ডোনাল্ড লু'র পাঠানো ওই চিঠিতে 'অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন'-এর গুরুত্বও পুনর্ব্যক্ত করা হয়।
১৫ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ওবায়দুল কাদেরের কাছে চিঠিটি হস্তান্তর করেন।
চিঠি পাওয়ার পর ওবায়দুল কাদের বলেছিলেন, সংলাপের সময় ইতোমধ্যে পেরিয়ে গেছে। তিনি চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপের সম্ভাবনা প্রত্যাখ্যান করেন।