দ্বিতীয় দিন বেড়েছে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি; ২ দিনে আয় ১১.৪৩ কোটি টাকা
শনিবার বিক্রি শুরুর পর দ্বিতীয় দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি বেড়েছে। এদিন মনোনয়ন সংগ্রহ করেছেন মোট এক হাজার ২১২ জন। ১ম দিন মোট এক হাজার ৭৪টি মনোনয়ন বিক্রি হয়।
রোববার (১৯ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয় থেকে সরাসরি ফরম সংগ্রহ করেছেন এক হাজার ১৮০ জন। বাকি ৩২ জন অনলাইনে মনোনয়ন সংগ্রহ করেন।
এ নিয়ে দুইদিনে মনোনয়ন ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা। ২য় দিন সরাসরি মনোনয়ন ফরম সংগ্রহে আয় হয়েছে পাঁচ কোটি ৯০ লাখ টাকা। অনলাইনে মনোনয়ন ফরম বিক্রি থেকে আয় হয়েছে ১৬ লাখ টাকা।
রোববার দলের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সিলেট-১, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী-৬, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রাম-৬ এবং শিক্ষামন্ত্রী ড. দীপু মণি চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন।
পাবনা-৫ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ আরশাদ আদনান।
ঢাকা-১৭ আসনের জন্য অনলাইনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।
রোববার সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংকালে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দনোনয়ন বিক্রয়ের এসব তথ্য জানান।
এর আগে সকালে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা কার্যক্রম পরিদর্শনে এসে অতিরিক্ত লোক সমাগমের কারণে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে না পেরে ফিরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়।
এর আগে শনিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। পরে দলীয় প্রধানের পক্ষে গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ বছর আওয়ামী লীগের প্রতিটি মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। আগামী মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত চলবে এ মনোনয়ন ফরম বিক্রি।