আশুলিয়ায় চলন্ত বাসে আগুন
ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় নন্দন পার্কের সামনে একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রামুখী লেনে সাভার পরিবহনের একটি চলন্ত বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের (জোন-৪) উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন।
তিনি বলেন, "দুর্বৃত্তরা রাত সাড়ে ১১টার দিকে বাড়ইপাড়া এলাকায় নন্দন পার্কের সামনে একটি চলন্ত বাসে অগ্নিসংযোগ করেছে– এমন খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।"
"আগুন দেওয়ার পরপর বাসের ড্রাইভার-হেলপাররা বাস থেকে নেমে যায় বলে জানতে পেরেছি। আমাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখে বাসে আগুন জ্বলছে। পরে তারা বাসের আগুন নিভিয়ে ফেলে," বলেন তিনি।
এ ঘটনায় রাত সাড়ে ১২টার নাগাদ আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই জোহাবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "বাসে আগুন লাগার একটি সংবাদ আমরা পেয়েছি। ওসি স্যার ঘটনাস্থলে গিয়েছেন; তবে এখানও বিস্তারিত খবর পাইনি।"