যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়: মার্কিন পররাষ্ট্র দপ্তর
বাংলাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র।
বুধবার (২২ নভেম্বর) নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, "যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, সেটি দেখতে চায়। এটাই যুক্তরাষ্ট্রের নীতি। বিষয়টি এর আগেও একাধিকবার স্পষ্ট করা হয়েছে।"
যুক্তরাষ্ট্র মানবাধিকারকে গুরুত্ব দেয় এবং এই প্রেক্ষাপটে মুখপাত্র বাংলাদেশে বিএনপি কর্তৃক সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাবেন কি-না তা জানতে চাইলে ম্যাথিউ মিলার বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিং এবং মার্কিন কর্মকর্তাদের বক্তব্যে প্রায়ই 'অবাধ ও সুষ্ঠু' নির্বাচনের প্রসঙ্গ উঠে আসে।
এর আগে গত ১ নভেম্বর ম্যাথিউ মিলার ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, "আমি আগেও বহুবার বলেছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সকলের- রাজনৈতিক দল, ভোটার, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ সবার।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়াও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠকে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আহবান পুনর্ব্যক্ত করেন।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়কারী জন কিরবিও ৬ জুন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে একই কথা বলেন।