রাজশাহীতে ৩৩, রংপুরে ৩৬ আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে আ.লীগ
রাজশাহীতে ৩৩টি ও রংপুর বিভাগের ৩৬টি আসনে, অর্থাৎ মোট ৬৯টি আসনে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুক্রবার ও শনিবার মনোনয়ন বোর্ডের আরও সভা অনুষ্ঠিত হবে।
তবে কে মনোনয়ন পেয়েছেন, তা প্রকাশ করেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করার পর সবার নাম ঘোষণা করা হবে।
ওবায়দুল কাদের বলেন, ৩০ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগেই নাম ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, 'জোট বিভিন্নভাবে হতে পারে। কার সাথে কার জোট হবে, শেষ পর্যন্ত জোটের বিষয়গুলো কোথায় গিয়ে ঠেকবে, তা বলা মুশকিল। নির্বাচনের আরও সময় আছে। অনেকেই আসতে পারেন জোটের মাধ্যমে।
'এমন অনেকেই আসতে পারেন, যেটা আপনিও ভাবছেন না, আমিও ভাবছি না। কিন্তু তারা এসে যাবেন।'
গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
এরপর ১৯ নভেম্বর আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে।
রাজনৈতিক দলগুলো ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে।
১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন। ৫-৬ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নের বিরুদ্ধে আপিল জমা দেওয়া যাবে এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে হবে।
রাজনৈতিক দলগুলো ১৮ ডিসেম্বরের মধ্যে প্রতীক বণ্টন করতে পারবে এবং ওই দিনই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। ৫ জানুয়ারি সকাল ৮টায় প্রচার শেষ হবে।