ঢাকার আবদুল্লাহপুরে বিআরটিসির বাসে আগুন
রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দেওয়া হয়েছে।
ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার জ্যোতির্ময় সাহা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বাসটির তিনটি সিট পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ পুলিশ কর্মকর্তা বলেন, 'দুর্বৃত্তরা বাসের উপরের ডেকে আগুন ধরিয়ে দেয়। তাদেরকে শনাক্ত করার জন্য আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি।'
শনিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
জানা গেছে, দুই তলা বিআরটিসি বাসটি আব্দুল্লাহপুর ইউটার্নের দিকে যাওয়ার সময় কে বা কারা তাতে আগুন দেয়। স্থানীয়দের সহায়তায় গাড়ির চালক দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।