ইনু ও সেলিম ওসমানের আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি আ. লীগ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/11/26/789ec0d16ffb3da3cc261571b62ce74573876b169ee88f7d.jpg)
কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ–৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি আওয়ামী লীগ। বর্তমানে কুষ্টিয়া–২ আসনে সংসদ সদস্য রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। নারায়ণগঞ্জ–৫ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন এ কে এম সেলিম ওসমান।
হাসানুল হক ইনু গত ১৫ বছর ধরে কুষ্টিয়া-২ আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, নারায়ণগঞ্জ-৫ আসনে ২০০৮ সালে মহাজোটের শরিককে আসনটি ছেড়ে দেয় আওয়ামী লীগ। ওই নির্বাচনে জাতীয় পার্টির নেতা এ কে এম নাসিম ওসমান বিজয়ী হন। এরপর ২০১৪ সালের নির্বাচনে পুনরায় বিজয়ী হন তিনি। এর কিছুদিন পর নাসিম ওসমানের মারা গেলে তার ছোট ভাই বিকেএমইএ'র সভাপতি এ কে এম সেলিম ওসমান উপ-নির্বাচনে জাতীয় পার্টি থেকে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালেও নির্বাচিত হন তিনি। সেলিম ওসমান দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীর তালিকায় শীর্ষে রয়েছেন।
আজ রোববার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় ৩০০ সংসদীয় আসনের মধ্যে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ–৫ ছাড়া বাকি ২৯৮ আসনে মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করেন তিনি।
রোববার বিকেল ৪টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা শুরু হয়।