নির্বাচনে নৌকা প্রতীকে লড়বেন ২৪ নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের ২০ প্রার্থী
দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ২০ জন এবং ২৪ নারীকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছে আওয়ামী লীগ। তাঁরা এবারের নির্বাচনে নৌকা প্রতীকে অংশে নেবেন।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে বিকেলে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ২৪ জন নারী।
এরা হলেন- শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩); শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬); আফরুজা বারী (গাইবান্ধা-১); মাহব্বু আরা বেগম গিনি (গাইবান্ধা-২); উম্মে কুলসুম স্মৃতি (গাইবান্ধা-৩); সাহাদারা মান্নান (বগুড়া-১); মোছা. জান্নাত আরা হেনরী (সিরাজগঞ্জ-২); হাবিবুন নাহার (বাগেরহাট-৩); সুলতানা নাদিরা (বরগুনা-২); শাম্মী আহমেদ (বরিশাল-৪); মতিয়া চৌধুরী (শেরপুর-২); নিলুফার আনজুম (ময়মনসিংহ-৩); সৈয়দা জাকিয়া নূর (কিশোরগঞ্জ-১); মমতাজ বেগম (মানিকগঞ্জ-২); সাগুফতা ইয়াসমিন (মুন্সীগঞ্জ-২); সানজিদা খানম (ঢাকা-৪); রুমানা আলী (গাজীপুর-৩); সিমিন হোসেন (রিমি) (গাজীপুর-৪); মেহের আফরোজ (গাজীপুর-৫); সেলিমা আহমাদ (কুমিল্লা-২); ডা. দীপু মনি (চাঁদপুর-৩); ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর-৪); খাদিজাতুল আনোয়ার (চট্টগ্রাম-২) এবং শাহীন আক্তার (কক্সবাজার-৪)।
এ ছাড়া মনোনীত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরা হলেন– রমেশ চন্দ্র সেন (ঠাকুরগাঁও-১); মনোরঞ্জন শীল গোপাল (দিনাজপুর-১); তুষারকান্তি মণ্ডল (রংপুর-৩); সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে (কুড়িগ্রাম-৩); সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১); সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (নওগাঁ-৩); স্বপন ভট্টাচার্য্য (যশোর-৫); শ্রী বীরেন শিকদার (মাগুরা-২); ননী গোপাল মণ্ডল (খুলনা-১); নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫); ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১); কানাই লাল বিশ্বাস (পিরোজপুর-২); জুয়েল আরেং (ময়মনসিংহ-১); অসীম কুমার উকিল (নেত্রকোনা-৩); মৃণাল কান্তি দাস (মুন্সীগঞ্জ-৩); রনজিত চন্দ্র সরকার (সুনামগঞ্জ-১); প্রাণ গোপাল দত্ত (কুমিল্লা-৭); কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি); দীপংকর তালুকদার (রাঙ্গামাটি); বীর বাহাদুর উ শৈ সিং (বান্দরবান)।