‘দুই একদিনের মধ্যে সমঝোতা হবেই’: প্রার্থী ঘোষণা প্রসঙ্গে সেলিম ওসমান
নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, ১৫ ডিসেম্বরের মধ্যেই জানা যাবে কে কোথায় নির্বাচন করছেন।
"দুই একদিনের মধ্যে একটা সমঝোতা হবেই। ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে আমরা সুনিশ্চিত হয়ে যাবো কে কোথায় নির্বাচন করবো। এটা নিয়মতান্ত্রিকভাবে চলবে," বলেন তিনি।
রোববার (১৬ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বিকেএমইএর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ দেশের দুটি আসনে প্রার্থী ঘোষণা করেনি। তার একটি নারায়ণগঞ্জ ৫, যেখানে বর্তমান এমপি সেলিম ওসমান জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, "যে নির্বাচন করবে তাকে জয় আনতেই হবে। আমরা কারা নির্বাচন করতে পারবো তা জানার জন্য অপেক্ষায় আছি। যা হতে যাচ্ছে তাতে নারায়ণগঞ্জবাসী খুশি হবে।"
আওয়ামী লীগ এই আসনে প্রার্থী ঘোষণা না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই। সময়ের কথা সময়ই বলবে। যখন সময় হবে তখন সবাই জানতে পারবেন কেন, কী কারণে কী হচ্ছে।"
"আমি এতটুকু আশ্বস্ত করতে পারি, সম্পূর্ণ নারায়ণগঞ্জে একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে। কে কোন দল আমরা জানি না। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে যেখানে নির্দেশ করা হবে, আমার প্রিয় নেত্রী যেখান থেকে নির্দেশ দিবেন আমি সেখান থেকেই নির্বাচন করবো।"
সেলিম ওসমান আরও বলেন, "আমাকে হয়তো আবারো নারায়ণগঞ্জ-৫ থেকে নির্বাচন করতে হবে। নারায়ণগঞ্জের মানুষ শান্তি পাবে এতটুকু আত্মবিশ্বাস আমার আছে। মানুষের উপকার করার জন্য ব্যক্তিগতভাবে যতটুকু করা যায় ততটুকু করতে পেরেছি।"
"কোন দল, কী দল, এটা আমার কাছে বড় কথা না। আমি বঙ্গবন্ধুর আদর্শেই কাজ করবো। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি দেশের সেবা করবো। সব দলের মানুষ সংবাদ শুনে আনন্দ পাবে সেরকম একটা কিছু হবে," বলেন তিনি।