রাজধানীতে দুই বাসে আগুন
শনিবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর আগারগাঁও ও গাবতলী এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৩ ডিসেম্বর) সকাল থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্যমতে, গতকাল রাত ১১টা ৯ মিনিটে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের কাছে পদ্মা লাইনের একটি বাসে আগুন দেওয়া হয়।
অন্যদিকে, রাত ১১টার দিকে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের কাছে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে আশেপাশের ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা সড়ক, রেল ও নৌপথে নবম দফা অবরোধ চলছে। রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত।