ঋণ খেলাপি হওয়ার অভিযোগে মাহি বি চৌধুরীর মনোনয়ন বাতিল
মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারার মাহি বি চৌধুরীসহ আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ (৩ ডিসেম্বর) মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম পর্বে মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মো. আবু জাফর রিপন মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।
খেলাপি ঋণের অভিযোগে মাহি বি চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
মনোনয়ন বাতিল হওয়া অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবির ও বিএনএম প্রার্থী ফরিদ হোসেন।
ভোটার তালিকায় অসঙ্গতির কারণে গোলাম সারোয়ার কবিরের মনোনয়ন বাতিল করা হয়েছে; অন্যদিকে, ফরিদের মনোনয়ন বাতিল করা হয়েছে, কারণ তার সমর্থকরা মুন্সীগঞ্জ-১ আসনের বাসিন্দা নন।
যাচাই-বাছাইকালে বাকি ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।