রাজশাহীর ছয় আসনে ২২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ঘোষণা ৩৮
রাজশাহীর সংসদীয় ছয়টি সংসদীয় আসনে দাখিলকৃত ৬০টি মনোনয়নপত্রের মধ্যে বাতিল করা হয়েছে ২২টি। বৈধ ঘোষণা করা হয়েছে ৩৮টি। রোববার (৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেন রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ।
এসময় তিনি বলেন, যথাযথ বিধি মেনে মনোননয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যারা উপযুক্ত তথ্যাদি ও কাগজপত্র জমা দিয়েছেন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর যাদের কাগজপত্রের মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে, তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে যাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে, তাদের আপিল করার সুযোগ রয়েছে।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর)
রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে রাজশাহী-১ আসন। এই আসনে মোট ১১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ নেতা ৪ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এই আসনে টানা চতুর্থবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলকৃত আওয়ামী লীগ নেতা ৪ স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আছেন– তানোর উপজেলা আ. লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী, জেলা আ. লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান আকতার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-কমিটির সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহধর্মিনী আয়েশা আক্তার জাহান ডালিয়া ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগীয় সম্পাদক চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহী।
মনোনয়নপত্র বৈধদের মধ্যে রয়েছেন– বিএনএফ দলের প্রার্থী আল-সাআদ, তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু, এনপিপির প্রার্থী নুরুন্নেসা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী বশির আহমেদ, জাতীয় পার্টি থেকে মো. শামসুদ্দীন ও বিএনএম'র প্রার্থী শামসুজ্জোহা বাবু।
রিটার্নিং অফিসার শামীম আহমেদ জানান, স্বতন্ত্র প্রার্থী হতে এক শতাংশ ভোটারের সাক্ষরসহ তালিকা জমা দিতে হয়। এর মধ্যে চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়ার তিন ভোটারের নমুনা স্বাক্ষর পাওয়া যায়নি। আর একজন ভোটার নয়। এছাড়াও ললিতা মান্ডি নামের একজন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলের ভোটার।
অপরদিকে, শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ডালিয়ার দেওয়া সাক্ষরের সাতটি ভোটারের তথ্য পাওয়া যায়নি। গোলাম রাব্বানীর দেওয়া তিনজন ভোটারের ঠিকানা এবং আকখতারুজ্জামান আখতারের নয়জন ভোটারের সঠিক তথ্য পাওয়া যায়নি।
রাজশাহী-২ (সদর)
এ আসনে ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাদের মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাতিলকৃতদের মধ্যে আছেন আওয়ামী লীগের তিন স্বতন্ত্র প্রার্থী। এরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবু রায়হান মাসুদ ও রেজাউন নবী আল মামুন। এ ছাড়া, জাতীয় পার্টির সাবেক নেতা শাহাবুদ্দিন বাচ্চু ও গণফ্রন্টের প্রার্থী মো. মনিরুজ্জামানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং অফিসার শামীম আহমেদ জানান, বাতিল হওয়াদের মধ্যে শাফিকুর রহমান বাদশার মনোনয়নপত্র অসম্পন্ন। আর আবু রায়হান মাসুদের দেওয়া আটজন ভোটারের তথ্য এবং রেজাউন নবী আল মামুনের নমুনা সাক্ষর সঠিক নয়।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিনের মনোনয়নপত্র অসম্পন্ন এবং মনিরুজ্জামান তিনটি আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপী।
এ আসনে যাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও তাদের দলীয় প্রার্থী সাইফুল ইসলাম স্বপন, বিএনএম এর প্রার্থী কামরুল হাসান, মুক্তিজোট প্রার্থী ইয়াসির আলিফ বিন হাবিব ও বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী মারুফ শাহরিয়ার।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর)
এ আসনে ১১ জনের মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শামীম আহমেদ জানান, জাতীয় পার্টির সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী নিপু হোসেন ও গণফ্রন্ট প্রার্থী মনিরুজ্জামান স্বাধীনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে শাহবুদ্দিন অসম্পন্ন নমুনা স্বাক্ষরের তালিকা জমা দিয়েছেন। এছাড়াও নিপু হোসেনের ভোটার তালিকা অসম্পূর্ণ এবং মনিরুজ্জামান তিনটি আর্থীক প্রতিষ্ঠানের ঋণখেলাপী। এছাড়াও এনপিপির সইবুর রহমান ও মুক্তিজোটের এনামুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও জেলার সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, বিএনএম এর মনোনিত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান একেএম মতিউর রহমান মন্টু, জাতীয় পার্টির সোলাইমান হোসেন ও আব্দুস সালাম খান, বিএনএফের বজলুর রহমান।
রাজশাহী-৪ (বাগমারা)
এ আসনে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন– আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য এনামুল হক ও বিএনএম প্রার্থী সাইফুল ইসলাম রায়হানের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন বাতিল করা হয়েছে, এনপিপির প্রার্থী জিন্নাতুল ইসলাম জিন্না, জাতীয় পার্টির প্রার্থী আবু তালেব প্রামানিকের ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেনের।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর)
এ আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইসঙ্গে ছয়জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানান, স্বাক্ষরযুক্ত ভোটারদের তালিকায় গড়মিল ও একটি মামলার তথ্য অসম্পূর্ণ থাকায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আহসান উল হক মাসুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও একটি নমুনা স্বাক্ষর সঠিক না হওয়া ও একটি মামলার তথ্য উপস্থাপন না করায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানে পাওনা থাকায় বিএসপির আলতাফ হোসেন মোল্লার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
যাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন– আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও জেলা আ. লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ডা. মনসুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক আবুল হোসেন, গণফ্রন্টের প্রার্থী মখলেসুর রহমান, বিএনএমের শরিফুল ইসলাম, ও জাকের পার্টির শফিকুল ইসলাম।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট)
এ আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইসঙ্গে সাতজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী খাইরুল ইসলাম স্বাক্ষরযুক্ত যে ভোটার তালিকা দিয়েছেন– তার মধ্যে নয়জনের তথ্য সঠিক নয়। অপর স্বতন্ত্র প্রার্থী ইসরাফিল বিশ্বাস মনোনয়নপত্রের সাথে সমর্থকসূচক স্বাক্ষর পর্যাপ্ত ছিল না।
এ আসনের বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি রাহেনুল হক রায়হান, বিএনএম এর প্রার্থী আব্দুস সামাদ, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দিন রিন্টু, জাকের পার্টির রিপন আলী, এনপিপির মহসিন আলী, জাসদের জুলফিকার মান্নান জামি।
এ আসনের বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনিত প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি রাহেনুল হক রায়হান, বিএনএম এর প্রার্থী আব্দুস সামাদ, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দিন রিন্টু, জাকের পার্টির রিপন আলী, এনপিপির মহসিন আলী, জাসদের জুলফিকার মান্নান জামি।