অবসরের ৩ বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না: হাইকোর্ট
আদালত এ সংক্রান্ত চারটি পৃথক রিট আবেদন নিষ্পত্তি করে এই রায় দেন
সরকারি কর্মকর্তারা অবসরের যাওয়ার তিন বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালত এ সংক্রান্ত চারটি পৃথক রিট আবেদন নিষ্পত্তি করে এই রায় দেন।
সরকারি কর্মকর্তাদের অবসরের ৩ বছরের মধ্যে সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধের একটি আইনকে চ্যালেঞ্জ করে এসব রিট আবেদন করা হয়েছিল।
এর আগে, গত ২৯ নভেম্বর হাইকোর্ট রিট পিটিশন ও রুলের শুনানি শেষ করেন।