বাংলাদেশের নির্বাচনের ফল নিয়ে আগাম মন্তব্য নয়: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করে বলেছে, তারা আসন্ন জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে কোনো অনুমান করতে চায় না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার ৪ ডিসেম্বর নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, 'আমি নির্বাচনের ফলাফল নিয়ে কোনো অনুমান করতে যাচ্ছি না।'
তিনি আরও বলেন, 'এর আগে বেশ কয়েকবার যা বলেছি, আমি এবারও তাই বলব।'
মিলার বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ও বাংলাদেশের জনগণের কল্যাণে একযোগে কাজ করতে সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ অব্যাহত রাখবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সারাদেশে ৩০০ আসনের বিপরীতে মোট ২ হাজার ৭১১টি মনোনয়নপত্র পেয়েছে নির্বাচন কমিশন।
মনোনয়নপত্রগুলো ১ থেকে ৪ ডিসেম্বর যাচাই-বাছাই করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।