মনোনয়ন বাতিলদের ৫৮ শতাংশই স্বতন্ত্র প্রার্থী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মোট বাতিল হওয়া মনোনয়নের মধ্যে ৫৮ শতাংশই স্বতন্ত্র প্রার্থীদের।
মাঠপর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তারা যে তথ্য পাঠিয়েছেন– তার থেকে নির্বাচন কমিশনের (ইসি) একীভূত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, বাতিল ৭৩১টি মনোনয়নপত্রের মধ্যে ৪২৩টি বা ৫৮ শতাংশ স্বতন্ত্র প্রার্থীদের।
এদের অধিকাংশের মনোনয়নপত্র বাতিল হয়েছে এক শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকা-জনিত বিভিন্ন কারণে। এছাড়া ঋণ খেলাপী, বিভিন্ন ধরনের ইউটিলিটি সেবার বিল বকেয়া, আয়কর সনদ না থাকা, স্বাক্ষর না করা, মামলা তথ্য গোপন করা ইত্যাদি কারণে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাতিল করেছেন।
এবার ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয় ২৯টি দল থেকে মোট ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে বাতিল হয়েছে ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের প্রায় ২৭ শতাংশ। বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।