আশুলিয়ায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ
ঢাকার আশুলিয়ায় 'ইতিহাস পরিবহনে'র একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টা নাগাদ নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক (জোন-০৪) মো. আলাউদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা বাসের আগুন নিভিয়ে ফেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাজীপুরের নওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, "সকালে ইতিহাস পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে রাজধানীর উদ্দেশে যাচ্ছিলো। পথে বাসটি বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে বাসটিতে আগে থেকেই যাত্রীবেশে ওঠা দুর্বৃত্তরা বাসের পিছনের দিকে সিটে আগুন দিয়ে 'আগুন আগুন' চিৎকার করতে করতে নেমে যায়। এসময় অন্যান্য যাত্রীরাও বাস থেকে নেমে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।"
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বাসটি থানায় নিয়ে যায়।
তবে এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের কোন মন্তব্য পাওয়া যায়নি।