অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় বলে পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।
তিনি বলেন, "এটাই আমাদের পলিসি হিসেবে অব্যাহত থাকবে। বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের সম্পৃক্ততার কেন্দ্রবিন্দু থাকবে এটাই।"
এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, তারা বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে কোনো অনুমান করতে চায় না।
মিলার বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারা বাংলাদেশি জনগণের স্বার্থে একযোগে কাজ করতে সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের আহ্বান জানানো অব্যাহত রাখবে।
২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সারাদেশে ৩০০ আসনের বিপরীতে মোট ২ হাজার ৭১১টি মনোনয়নপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনে।