১১০ ইউএনও, ৩৩৮ ওসির বদলির অনুমোদন দিল ইসি
৩৩৮ থানার ওসি ও ১১০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের এক সভায় শেষে এ তথ্য জানায় ইসি।
এর আগে, গতকাল বুধবার (৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১১০ ইউএনওকে বদলির তালিকা পাঠানো হয়েছিল ইসিতে।
গত ৪ ডিসেম্বর আরও ৪৭ জন ইউএনওকে বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গত ৩০ নভেম্বর সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সব থানার ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।
একই কর্মক্ষেত্রে ছয় মাসের বেশি সময় ধরে অবস্থানরত ওসি এবং এক বছরের বেশি সময় ধরে অবস্থানরত ইউএনওদের বদলির জন্য মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।