হবিগঞ্জে একসঙ্গে ১ কেজির বেশি পেঁয়াজ ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা
পেঁয়াজের বাজার স্থিতিশীল করতে একসঙ্গে এক কেজির বেশি পেঁয়াজ কেনায় নিষেধাজ্ঞা জারি করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন।
রোববার (১০ ডিসেম্বর) ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এমন নির্দেশনা দেন হবিগঞ্জরে জেলা প্রশাসক দেবী চন্দ। এর ফলে জেলায় একজন ক্রেতা খুচরাভাবে একসঙ্গে এক কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না।
এ বিষয়ে আজ সোমবার তিনি বলেন, 'হঠাৎ করেই পেঁয়াজের দাম বেশি বেড়ে গেছে। হুজুগে অনেকে পেঁয়াজ মজুত করছেন। ফলে একটা অস্থিতিশীল পরিস্থিতির তৈরি হয়েছে। এ অবস্থা কাটাতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
এ সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, সংকট কেটে গেলে এমন নিষেধাজ্ঞা থাকবে না।
'আগের মজুতকৃত পেঁয়াজ পাইকারি ১২০ টাকা এবং খুচরা ১২৫ টাকা কেজি দরে বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে,' বলেন তিনি।
এছাড়া বৈঠকে পাইকারিতে দুই বস্তার বেশি পেঁয়াজ বিক্রি করা যাবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না তা তদারকিতে সোমবার থেকে জেলা প্রশাসন মাঠে নেমেছে বলেও জানান দেবী চন্দ।
সম্প্রতি ভারতের পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার খবরে দেশের বাজারে রাতারাতি এটির দাম বেড়ে যায়। আগে যে পেঁয়াজের দাম ছিল ৯০ টাকা কেজি, এখন তা ২২০–২৫০ টাকায় বিক্রি হচ্ছে।