২৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনের একাংশে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার একদিন পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ঢাকা) মোহাম্মদ শফিকুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৩টা থেকে এই রুটের রেল পরিষেবা আবারও স্বাভাবিক হয়।
তিনি বলেন, "রেল চলাচল স্বাভাবিক হওয়ার পর ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ও বগি ঢাকার দিকে নিয়ে যাওয়া হয়। পরে ভাওয়াল, বলাকা কমিউটার এবং তিস্তা এক্সপ্রেস– এই ট্রেনগুলো পর্যায়ক্রমে চলাচল শুরু করে।"
এর আগে, বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ রেল রুটে গাজীপুরের ভাওয়াল-গাজীপুর রেল স্টেশনের আউটার সিগনাল এলাকায় চিলাই ব্রিজের কাছে 'নাশকতার' চেষ্টায় রেললাইন কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে ঢাকা অভিমুখী ৭৯০ মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনায় ১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
এ দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
লাইনচ্যুত হয়ে জয়দেবপুর-ময়মনসিংহ রুটের ৬০০ ফুটের বেশি রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।