বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল
বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই রায় দেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন। এদিকে একই আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের প্রার্থিতা বহাল রেখেছে ইসি।
এর আগে প্রার্থী শাম্মী আহমেদের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথ। অভিযোগের সত্যতা পাওয়ায় শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল ঘোষিত হয়। পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করেন।
এসবের পরিপ্রেক্ষিতেই ইসি তার দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়েছিল। ইসির আইন শাখার উপসচিব আব্দুছ সালাম সাক্ষরিত নির্দেশনাপত্রটি গত ১২ ডিসেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়।