আচরণবিধি লঙ্ঘন: মাহিকে কঠোরভাবে সতর্ক করলেন আদালত
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কঠোরভাবে সতর্ক করেছেন আদালত। আজ রবিবার (১৭ ডিসেম্বর) এই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদের আদালত তাকে সতর্ক করেন।
আদালতের পেশকার মো. সাহাবুদ্দিন বলেন, 'মাহিয়া মাহি ভুল স্বীকার করে আদালতে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আচরণবিধি মেনে চলতে কঠোরভাবে সতর্ক করেছেন।'
শুনানি শেষে মাহিয়া মাহি সাংবাদিকদের বলেন, 'কারো কাছে ভোট না চাইলেও প্রতীক বরাদ্দের আগে আমি ভোটারদের সঙ্গে দেখা করতে গিয়েছি, দোয়া চেয়েছি। এটাও একটা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। আমি আদালতকে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেছি। তারা আমাকে কঠোরভাবে সর্তক করেছেন।'
মাহিয়া মাহি আরও বলেন, এই আসনের বর্তমান এমপিকেও শোকজ করা হয়েছিল। তারা (নির্বাচনী অনুসন্ধান কমিটি) আসলে সবার জন্যই সমান।
নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, 'নির্বাচনের মাঠ ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আগামী নির্বাচন পর্যন্ত যদি বেঁচে থাকি, শেষ পর্যন্ত লড়ব।'
এর আগে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে মাহি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের কয়েকটি গ্রামে প্রচার-প্রচারণা চালান। এ ঘটনায় গত শুক্রবার আসনটির নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মাহিকে কারণ দর্শানোর নোটিশ দেন। আজ শুনানিতে মাহির তার বক্তব্যে সন্তোষ প্রকাশ করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন আদালত।