৭ জানুয়ারির ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, ভোটাররা ভোট দিতে আসবেন: সিইসি
আসন্ন ৭ জানুয়ারি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং সেখান ভোটাররা ভোটও দিয়ে আসবেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী সার্কিট হাউজে সংসদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, "আমরা এবং প্রার্থীরা মিলে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করতে কাজ করছি। আমরা আশাবাদী, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবেই এবং ভোটাররা ভোট দিতে আসবেন।"
তিনি আরও বলেন, প্রার্থীরা যেন কোনো ধরনের সহিংসতা না করেন, আচরণবিধি ভঙ্গ না করেন, তা দেখার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজশাহী সার্কিট হাউজে অনুষ্ঠিত আজকের মত বিনিময় সভায় রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের প্রার্থীরা অংশ নেন। পরে সেখানে জেলা শিল্পকলায় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার।