২৫ বছরের পুরোনো নথি জাতীয় আর্কাইভসে সংরক্ষণ করবে ইসি
এখন থেকে ২৫ বছরের পুরোনো নথি বাংলাদেশ জাতীয় আর্কাভাইসে সংরক্ষণ করবে নির্বাচন কমিশন (ইসি)। ভোট নিয়ে গবেষণাসহ নানা কার্যক্রমকে সহজ করতেই এ উদ্যোগ নিচ্ছে সংস্থাটি।
ইসি সূত্রগুলো জানিয়েছে, ইতিমধ্যে সব অনুবিভাগ, শাখা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্ত ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এ-সংক্রান্ত তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। এর জন্য আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সংস্থাটি।
জানা গেছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ সম্প্রতি ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে এ-সংক্রান্ত অনুরোধ জানান।
আধা-সরকারিপত্রে (ডিও লেটার) খলিল আহমদ বলেন, দেশের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে ২৫ বছর বা তদূর্ধ্ব বছরের পুরাতন নথিপত্র ও দুষ্প্রাপ্য প্রকাশনা ঢাকার আগারগাঁওস্থ জাতীয় আরকাইভসে নিয়মিতভাবে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করছি।
সেই চিঠির পরিপ্রেক্ষিতে ইসি এই উদ্যোগ নিয়েছে।