এমপিদের সিলেকশন হবে না, তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন: রিজভীর বক্তব্য প্রসঙ্গে ইসি আনিছুর
নির্বাচনের আগে সরকারের সংসদ সদস্য বাছাই নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, 'সিলেকশনের কোনো সুযোগ নেই, জনগণকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচন করতে হবে।'
শুক্রবার (২২ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার বলেন, 'ভোট অবাধ ও সুষ্ঠু হওয়া উচিত।'
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি অভিযোগ করেছেন, (নির্বাচনের আগেই) ইতোমধ্যে সংসদ সদস্যদের তালিকা তৈরি করা হয়ে গেছে।
বিরোধীদলীয় নেতার এ বক্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, 'উনার কাছে তালিকা থাকলে তা প্রকাশ করতে বলুন। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।'
তিনি আরও বলেন, যারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন তারা রাষ্ট্রের কর্মচারী; কোনো দল বা সরকারের কর্মচারী নন। সংবিধানে বলা হয়েছে, নির্বাচন কমিশনকে সহায়তা করা নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব।
নির্বাচন কমিশনার বলেন, 'নির্বাচন কমিশন যাকে প্রয়োজন মনে করেছে তাকে দায়িত্ব দিয়েছে। কেউ যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, তাহলে তাদেরকে সেই দায় নিতে হবে।'
আগে ভোটারদের হাতে দেওয়া ব্যালট পেপারে শুধু সিল মেরে দিতে হতো। এখন সহকারী প্রিসাইডিং অফিসারকেও স্বাক্ষর করতে হবে।
এছাড়া কাউকে দিয়ে জোর করে ভোট দেওয়াতে গেলে ভোট বাতিল বলে গণ্য হবে, তা গণনা করা হবে না বলে জানান ইসি আনিছুর।