নির্বাচনে বড় কোনো সংঘাতের আশঙ্কা নেই: কাদের
আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ বড় ধরনের কোনো সংঘাতের আশঙ্কা করছে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, 'নির্বাচনে বড় কোনো সংঘাত আমরা আশঙ্কা করছি না। এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। যারা ইলেকশনের পরিবেশকে দূষিত করবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলাবাহিনী ব্যবস্থা নেবে।'
আজ সোমবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, 'নির্বাচনবিরোধী কোনো সহিংসতা আমরা সমর্থন করি না। এক্ষেত্রে নির্বাচন কমিশন যে ব্যবস্থা নেবে আমরা তা সমর্থন করি। নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান। তাদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কি না, সেটি দেখার দায়িত্ব তাদের।'
তিনি বলেন, 'আমরা দেশ পরিচালনা করছি। সবকিছু শতভাগ পারফেক্ট এমন দাবি আমরা করি না। সমালোচনার কাজ হলে সমালোচনা হবে। সমালোচনা হলে শুদ্ধ হওয়ার সুযোগ থাকে।'
১৫ বছরে ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে- সিপিডির এমন তথ্যের বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, '৯২ হাজার কোটি টাকা কোথায় গেল? সেটি জানতে চাই। এই টাকা কোথায় গেছে? কোথায় আছে? সন্ধান দিলে জবাব দেব। আমাদের জানা নেই।'
তিনি বলেন, 'বদিউল আলম মজুমদার বিএনপির একজন খাস দালাল। বিএনপির রিজভী যা বলে উনিও তাই বলেন।'
এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, 'এখন বড়দিন উপলক্ষে আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশের বাইরে, সম্ভবত ভারতে আছেন। যারা নিষেধাজ্ঞা, ভিসানীতি নিয়ে এত কথা বলছে, যারা নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ভিসানীতি আমেরিকার বহুল প্রচলিত ঘোষণা। আমেরিকার পাঁচজন প্রতিনিধি আছে বাংলাদেশে। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি।'
বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।