এক ডিসি ও ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ ইসি’র
হবিগঞ্জের জেলা প্রশাসক, চাঁদপুর ও মাদারীপুরের দুই ওসি এবং ঝিনাইদহের একজন পুলিশ পরিদর্শককে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (২৫ ডিসেম্বর) জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে কমিশনের পক্ষ থেকে পৃথক চিঠি পাঠানো হয়েছে।
ইসির উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে কমিশন 'সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে' হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসককে বদলি করে একজন যোগ্য কর্মকর্তা নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলেছে।
একইসঙ্গে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ঝিনাইদহের কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক রাজীব চক্রবর্তীকে প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয় ইসি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া আরেকটি চিঠিতে কমিশন একই কারণে চাঁদপুরের মতলব (উত্তর) থানার ও মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রত্যাহারের অনুরোধ করেছে।