দুর্গম এলাকার ভোটের ফলাফল হোয়াটসঅ্যাপে পাঠাতে ইসি’র নির্দেশ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম এলাকার ভোটের ফলাফল ভেরিফায়েড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১ জানুয়ারি) ইসি'র উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে কমিশন রিটার্নিং কর্মকর্তাদের এ নির্দেশনা দেয়।
পাহাড়ি এলাকা বা উপকূলীয় জেলা ও উপজেলার মতো দূরবর্তী অঞ্চলে জেলা রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছাতে বিলম্ব হলে তার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভোটকেন্দ্রের আইন প্রয়োগকারী বাহিনীর ব্যবহৃত ওয়্যারলেস যন্ত্র এবং সহকারী রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের ভেরিফায়েড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে প্রাপ্ত ভোট গণনার বিবরণীর মাধ্যমে কমিশন আসন্ন জাতীয় নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রস্তুত ও ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে নির্বাচনকালীন যোগাযোগের দিক থেকে বিবেচনায় ২৫ জেলার ৭২টি এলাকাকে দুর্গম ঘোষণা করে ইসি।