সুপ্রিম কোর্টেও আপিল খারিজ, নির্বাচনে লড়তে পারবেন না শাম্মী, সাদিক
আপিল বিভাগেও প্রার্থিতা বাতিল হলো বরিশাল-৪ আসনে নৌকার প্রার্থী শাম্মী আহমেদ ও বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর। প্রার্থিতা ফেরত চেয়ে করা তাদের পৃথক আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।
আইনজীবীরা জানিয়েছেন, আপিল খারিজের ফলে এই দুই প্রার্থীর আর নির্বাচন করার সুযোগ থাকল না। আদালতে শাম্মী আহমেদের পক্ষে শুনানি করেন শাহ মঞ্জুরুল হক। আর সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান ও নাহিদ সুলতানা যুথি।
বরিশাল-৪ আসনে নৌকার প্রার্থী শাম্মী আহমেদ ও একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ পরস্পরের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছিলেন । শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক হলেও তা গোপন করেছেন বলে পঙ্কজের অভিযোগ ছিল। এখন শাম্মী না থাকায় এ আসনে নৌকার কোনো প্রার্থী থাকল না। বর্তমান সংসদ সদস্য (এমপি) পঙ্কজ নির্বাচন করছেন ঈগল প্রতীক নিয়ে।
আর বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক। ১৫ ডিসেম্বর আপিল শুনানি শেষে সাদিকের প্রার্থিতা বাতিল করে ইসি। পরে ওই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সাদিক।
রিটের শুনানি নিয়ে ১৮ ডিসেম্বর হাইকোর্ট ইসির আদেশের ওপর স্থগিতাদেশ দেন। ফলে সাদিকের মনোনয়নপত্র বৈধতা পায়। পরদিন হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন জাহিদ ফারুক। ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এর ফলে সাদিক আব্দুল্লাহর নির্বাচন আটকে যায়।
পরে সাদিক আব্দুল্লাহ স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করেন।