বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল আজ শনিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। আগামী সোমবার সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি। এর মধ্যে আগামীকাল রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেছিলেন, আগামী শনিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার কর্মসূচি পালন করবে বিএনপি-সহ সমমনা দল ও জোটগুলো।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। তখন থেকেই দলটি দফায় দফায় হরতাল ও অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছে।
বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি করে আসছে বিএনপি। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও জোটও পৃথকভাবে হরতাল-অবরোধ করে আসছে। কিছুদিন ধরে বিএনপিসহ বিরোধীদলগুলো ভোট বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ কর্মসূচি পালন করে আসছে।