বগুড়ায় ভোটকেন্দ্রে হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী
বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল ভোটকেন্দ্রে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার দুপুর পৌনে ১২টার দিকে সোনাতলা উপজেলার রানিরপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি হামলার শিকার হন। ওই কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন শ্যামল।
শ্যামল দাবি করেন, তার ওপর হামলা করেছে নৌকা প্রতীকের লোকজন। এতে তিনিসহ বেশ কয়েক আহত হয়েছেন। এ বিষয়ে তিনি সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও করেছেন।
শ্যামল আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও কৃষিবিদ।
তবে হামলার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আওয়ামী লীগের প্রার্থী সাহাদারা মান্নানের ব্যক্তিগত সহকারি রাজিয়া সুলতানা। তিনি বলেন, 'এসব ঘটনার সাথে নৌকার প্রার্থী, অনুসারী কিংবা সমর্থকের কোনো সংশ্লিষ্টতা নেই।'
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার বলেন, 'শ্যামলের ওপর নৌকা প্রার্থীর লোকজন হামলা করেছে বলে চিঠিতে বলা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।'
বগুড়া-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০জন প্রার্থী। তাদের মধ্যে সাহাদারা মান্নান, শ্যামল, সাবেক বিএনপি নেতা (স্বতন্ত্র) মো. শোকরানা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিআইজি হামিদুল আলম মিলনের সহধর্মীনি শাহাজাদী আলম লিপির মধ্যে লড়াই জমবে বলে মনে করা হচ্ছে।