নাটোর-৩ আসনে বিজয়ী নৌকার প্রার্থী পলক
পলক প্রায় ৯৩ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বলে বেসরকারিভাবে জানা গেছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বাদশ সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রার্থী জুনাইদ আহমেদ পলক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
পলক প্রায় ৯৩ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।
তিনি মোট ভোট পেয়েছেন, ১ লাখ ৩৫ হাজার ৮০২টি। এই আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম পেয়েছেন ৪২ হাজার ৯৯৭ ভোট।